
মো: মহিউদ্দিন, বাঘাইছড়ি:
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বাদ মাগরিব মুসলিম ব্লক দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা যুব দলের আহ্বায়ক আব্দুর সবুর, পৌর যুব দলের আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক মামুন, পৌর যুব দলের সদস্য সচিব ওমর ফারুক ও বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাঘাইছড়ি মডেল মসজিদের খতিব মুফতি সোলাইমান খাঁন ও অত্র মসজিদের সহকারী ইমাম বেলাল হোসাইন।
