
মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
দূর্ণীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
রবিবার ২৪ আগস্ট সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাচালং সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান কামাল হোসেন মীর, উপজেলা একাডেমি সুপার ভাইজার ও মাধ্যমিক শিক্ষা অফিসার বাবু অংজিং মারমা, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ সহ অনেকেই।
উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ এর সঞ্চালনায়, সভাপতিত্ব করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবু ভদ্রসেন চাকমা।
বিতর্ক প্রতিযোগিতা উপজেলার চারটি স্কুল অংশগ্রহণ করেন এর মধ্য ফাইনালে কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়’কে হারিয়ে মেদিনীপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ব্যক্তিগত পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিকের পুরস্কার পান মেদিনীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী স্বরচি চাকমা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সমাপনী অনুষ্টান বক্তারা বলেন, অভাব নয়,সীমাহীন লোভই দূর্নীতির প্রধান কারণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দুর্নীতি নির্মূলের বিকল্প নেই, দুর্নীতি একটি দেশের অগ্রগতির প্রধান বাধা। তরুণরাই পারে এই বাধা অতিক্রম করে একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে।