বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটি বাঘাইছড়িতে দুই দিন ব্যাপি উন্নত জাতের মসলার প্রশিক্ষন কর্মশলা অনুষ্ঠীত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে এই প্রশিক্ষণ দেয়া হয়।
এসময়২০২৪-২৫ অর্থবছরে কৃষক কৃষাণীদেন মাধ্যমে মসলার উপর উন্নত জাত ও প্রযুক্তি উন্নয়ন মাধ্যমে আওতায় উপজেলার পৌরসভা সহ ৮ টি ইউনিয়ন থেকে ৬০ জন কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান, রাঙামাটি জেলার কৃষি অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা আপ্রু মারমা উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিদ্বার্থ রায়,
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় ১৮ কোটি মানুষের বাস। দিন দিন আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। বর্তমানে পাহাড়ে যেসব আনাবাদি জমি রয়েছে, এ জমির সর্বোচ্চ ব্যবহার আমাদের করতে হবে। যাহাতে মসলা চাষ করে লাভবান হওয়া যায়।
বক্তারা আরো বলেন, পাহাড়ে এক ইঞ্চি জমি অনাবাদি থাকবে না।আমাদের বিভিন্ন আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়িয়ে মসলা চাষের উপর উৎপাদন বাড়ানোর উপর জোর দিতে হবে ।