
মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেরনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার পার্টনার মাঠ স্কুলের কৃষক-কৃষাণী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ এবং সরকারি কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন
জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক জনাব মো: নাসিম হায়দার, ডিএই, রাঙ্গামাটি অঞ্চল । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.আসাদুজ্জামান। স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, ফোকাল পার্সন হিসাবে ছিলেন মোহাম্মদ রিয়াজুদ্দিন, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকতা সাক্য চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তাগণ প্রকল্পের পটভূমি, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনার পাশাপাশি আধুনিক টেকসই প্রযুক্তি বিস্তার, উচ্চমূল্য ফসলের আবাদের মাধ্যমে খোরপোস কৃষিকে বানিজ্যিক ও লাভজনক কৃষিতে রূপান্তরের পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন।
পিএফএস পরিচালনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কৃষক তথ্য সেবা কেন্দ্র স্থাপন করে কৃষকদের সেবা প্রাপ্তি ও উৎপাদক দল তৈরির বিষয়ে আলোচনা করা হয়। পিএফএস সদস্য, ননপিএফএস সদস্যদের অভিজ্ঞতা বিনিময় এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পার্টনার কংগ্রেসটি সফলভাবে সমাপ্ত হয়।