বাঘাইছড়িতে খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

0
49

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

কেন্দ্রীয় ঘোষিত অংশ হিসেবে ‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাঘাইছড়ি বিএনপি’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১৫ আগস্ট) উপজেলা সকল মসজিদে পাশাপাশি পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদে পৌর যুব দলের সদস্য সচিব ও উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক এর উদ্যোগে জুমা নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

‎এতে রাঙ্গামাটি জেলা, উপজেলা, পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মুসল্লীগন উপস্থিত ছিলেন ।

‎উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে মরহুম শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী এর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here