বাঘাইছড়িতে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারকরণে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ 

0
10

মোঃ মহিউদ্দিন।। বাঘাইছড়ি।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে, কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প এর আওতায় বাঘাইছড়িতে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষন সমাপ্তি হয়েছে।

বৃহস্পতিবার ২০ মার্চ সকালে উপজেলা কৃষি উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প এর আওতায় কৃষক প্রশিক্ষণটি ১৯ মার্চ শুরু হয়ে ২০ মার্চ শেষ হয়।

জানা যায়, বাঘাইছড়ি উপজেলার একটি  পৌরসভা ও ৮ টি ইউনিয়ন থেকে মোট ৬০ জন কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ গ্রহণ করে। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃমনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিদ্বার্থ রায়।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, প্রতিদিনের খাবারে শস্য-জাতীয় খাবার যেমন চাল-আটা-ভুট্টা, প্রোটিন জাতীয় খাবার মাছ-মাংস-ডিম-ডাল চাহিদা অনুযায়ী রাখা। দুধ ও দুগ্ধজাতীয় খাদ্য বয়সভেদে পরিমিত পরিমাণে বা চাহিদা অনুযায়ী, শাকসবজি ও ফলমূল পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন অনুযায়ী গ্রহণ করা। অপুষ্টি বা অতিপুষ্টি দুটি অবস্থায় শরীরের রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়। তাই বয়স, লিঙ্গ, কাজের ধরনের ওপর ভিত্তি করে দৈনিক ক্যালরি গ্রহণ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here