বাঘাইছড়িতে এমএন লারমার ৮৬ তম জন্মদিন পালিত

0
76

মো: মহিউদ্দিন, বাঘাইছড়ি:

“যে জাতি বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে পারে না, পৃথিবীতে তাদের বেঁচে থাকার কোন অধিকার নেই” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা, জুম্ম জাতীয় চেতনার অগ্রদূত, অবিসংবাদিত মহান নেতা শ্রী: মানবেন্দ্র নারায়ণ লারমা’র ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে জীবঙ্গাছড়া (বাবুপাড়া) কমিউনিটি সেন্টারে বাঘাইছড়ি থানা কমিটি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎উক্ত আলোচনা সভায় পিসিজেএসএসের সহ-সাধারণ সম্পাদক রুবেল চাকমা ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সভাপতি নিউটন চাকমা’র সঞ্চালনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানা কমিটির সহ-সভাপতি ও ৩৪নং রুপকারী ইউপির চেয়ারম্যান শ্রী জ্যাসমিন চাকমা (ধনেশ্বর) এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিসিজেএসএসের সাধরণ সম্পাদক জ্যোসি চাকমা।

‎এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি বাঘাইছড়ি থানা কমিটির সাধারণ সম্পাদক আসেন্টু চাকমা, বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা,বঙ্গলতলী ইউপি মেম্বার উষাপ্রিয় চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রিয়দর্শী চাকমা, রুপকারী মৌজার হেডম্যান বিশ্বজিৎ চাকমা, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা ও সাগরিকা চাকমা, পিসিজেএসএস রাঙ্গামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও পিসিজেএসএস বাঘাইছড়ি থানা কমিটির সভাপতি জ্ঞান জীব চাকমা,পিসিজেএসএস রাঙ্গামাটি জেলা কমিটির সহ-সভাপতি সুরেশ কান্তি চাকমা সহ পার্টির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here