বাঘাইছড়িতে ঈদের উপহার পেল ইমাম মুয়াজ্জিনরা

0
45

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ থেকে ঈদ উপহার (নগদ অর্থ) বিতরণ করা হয়েছে।

রবিবার (৩০ মার্চ) বেলা ৩ঘটিকায় জেলা পরিষদ বিশ্রামাগারে উপজেলার মোট ৮৩ জন মসজিদে দায়িত্বশীল ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের নিকট ঈদ উপহার তুলে দেওয়া হয়।

এসময় বাঘাইছড়ি ইসলামী ফাউন্ডেশন এর মডেল কেয়ারটেকার মোঃ বোরহান উদ্দিন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য দেব প্রসাদ দেওয়ান।

এসময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবদুল কাইয়ুম,উপজেলা সদর মসজিদে খতিব মাওলানা ফয়জুল আমিন কুতুবী,পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদের খতিব মাওলানা কবির আহমেদ, চৌমুহনী জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আজিজুর রহমান,উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ সোলাইমান হোসেন খান সহ বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথি দেব প্রসাদ দেওয়ান বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। আমাদের এই সামান্য উপহার আপনাদের ঈদ কে আরো উৎসবমুখর করবে। সকল মসজিদে বরাদ্দকৃত অর্থ আমরা ভাগ করে দিয়েছে। যাতে করে আপনারাও একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here