বাঘাইছড়িতে আশিকার প্রকল্প অভিজ্ঞতা বিনিময় সভা 

0
3

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর উদ্যোগে বাঘাইছড়ি উপজেলার কনফারেন্স রুমে Alert B0-62 প্রকল্পের অভিজ্ঞতা বিমিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৪ জুলাই সকাল সাড়ে ১১ ঘটিকায় রাঙ্গামাটির বাঘাইছড়ি ও সদর উপজেলার আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য মানবিক সহায়তা কার্যক্রম -Alert B0-62 প্রকল্পের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

আশিকার ম্যানেজার এডমিন ঝুমালিয়া চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার,

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির। সমাজ সেবা কর্মকর্তা জয়াস চাকমা, অন্যান্যের মধ্যে Alert B0-62 প্রকল্পের টিম লিডার মিন্টু চাকমা সহ প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড এর মেম্বার, সাংবাদিক এবং প্রকল্পের বেশকিছু সংখ্যক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় প্রকল্পের টিম লিডার মিন্টু চাকমা বলেন, ডাটা সংস্থা Sida, Ministry of Foreign Affairs of the Netherlands, JOA এবং START FUND BANGLADESH এর আর্থিক সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, হাইজিন কিট, চিকিৎসাসহ নানা ধরনের সহায়তা প্রদান করা হয়েছে। আজকের সভাটি মূলত প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে আমরা এবং আপনারা যে সমস্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি সেগুলোরই শেয়ারিং করা। কোনকোন জায়গায় আমাদের আরো ভালো করার সুযোগ ছিলো কিংবা সামনে এধরণের প্রকল্প বাস্তবায়ন করতে গেলো বিশেষ কোন কোন ব্যবস্থা নিলে আরো সফলভাবে বাস্তবায়ন করা যায় সে ব্যাপারে উপস্থিত সকলের কাছে মতামত এবং পরামর্শ প্রদানের অনুরোধ জানান তিনি । তিনি প্রকল্প বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উন্মুক্ত আলোচনায় বিভিন্ন জায়গা থেকে আগত প্রকল্পের অংশগ্রহণকারীরা তাদের যার যার মতামত ব্যক্ত করেন। তাদের সবাই আশিকার মানবিক সহায়তা কার্যক্রমের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। ভবিষ্যতে এধরণের প্রকল্প বাস্তবায়ন করলে যেন খাদ্য সরঞ্জামের প্যাকেজ রাখা হয় সে দাবিও তারা জানান।

উপস্থিত বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ আশিকার এই মানবিক কাজকে প্রশংসা করে সামনের যে কোন প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত কর্মকর্তা মানবিক সহায়তার এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য স্টার্ট ফান্ড বাংলাদেশ সহ সকল দাতা সংস্থা এবং বাস্তবায়নকারী সংস্থা আশিকাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমি বিভিন্ন জায়গায় নানা ধরনের প্রকল্পের কার্যক্রম দেখে এসেছি। তবে আশিকার এই প্রকল্পের প্রতিটি কার্যক্রম যেভাবে স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে সম্পন্ন করা হয়েছে অন্য কোন প্রকল্পের ক্ষেত্রে তা দেখিনি। যেকোনো কাজ করতে গেলে নানা ধরনের সমস্যা এবং প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। আশিকার ক্ষেত্রেও এমনটা হয়েছে ; তবে তারা যেভাবে এসমস্ত প্রতিবন্ধকতাকে মোকাবিলা করে প্রকল্পের প্রতিটি কার্যক্রম সুন্দরভাবে বাস্তবায়ন করেছে তার কৃতিত্ব এই প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্মচারীদের। পরবর্তীতেও এধরণের মানবিক কাজ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আশিকার মানবিক এই কাজ শুধু এবারই প্রথম নয়; এর আগেও তারা কয়েকটি মানবিক সহায়তার প্রকল্প বাস্তবায়ন করেছে। তবে এবারে তারা একটা কঠিন বাস্তবতার মধ্যে কাজ করেছে। কেননা ঈদের বন্ধের মধ্যেও তাদের নির্ধারিত ৪৫ দিনের মধ্যে প্রকল্পের যাবতীয় কাজ সম্পাদন করা এত সহজ বিষয় নয়। তাই প্রকল্প সংশ্লিষ্ট সকলকে তিনি ব্যক্তিগত এবং সমগ্র উপজেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন, বাঘাইছড়ির লোকজন অধিকাংশই দরিদ্র ; দূর্যোগ মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়া সকলের পক্ষে সম্ভব নয়। তাই যাদের দরকার তারাই যেন সহায়তা টুকু পায় সেই প্রচেষ্টা আমাদের সকলের রাখা উচিৎ। আগামী দিনগুলোতেও আশিকা তার এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে সকল দাতা সংস্থা এবং বাস্তবায়নকারী সংস্থাকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

সভাপতির বক্তব্যে আশিকার ম্যানেজার এডমিন ঝুমালিয়া চাকমা বলেন, সকল বাস্তবতাকে মোকাবেলা করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমাপ্ত করা সম্ভব হয়েছে আপনাদের সকলের আন্তরিকতা এবং সহযোগিতার কারণে। সকল স্টেকহোল্ডার যে যার জায়গা থেকে সহযোগিতা না করলে এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হতো না। সামনের যেকোন প্রকল্পের বাস্তবায়নেও সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here