
মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে জামায়েত ইসলামী বাঘাইছড়ি শাখা।
গত ১৭ ফেব্রুয়ারী বটতলী গ্রামে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৫ পরিবারের মাঝে এক বান করে ডেউ টিন প্রদান করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি শাখা। ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে এই সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর উপজেলা আমীর মাওলানা কবির আহমদ, বাঘাইছড়ি পৌর সভাপতি কাজী মো: নেয়ামত উল্লাহ ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, অফিস সম্পাদক আবুল হোসেন প্রমুখ।
জামায়াতের আমীর জানান যেকোন প্রাকৃতিক দুর্যোগে নিজেদের সাধ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তদের সহযোগীতার চেষ্টা করে জামায়াত ইসলামি ভবিষ্যতেও এই সহযোগিতা করে যাবে সংগঠনটি।