সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬
Homeপার্বত্য রাজনীতিবাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টে র‍্যালি ও আলোচনা সভা নিয়ে রুমার...

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টে র‍্যালি ও আলোচনা সভা নিয়ে রুমার জনগণের নানান প্রশ্ন

ডেক্স রিপোর্ট :

বান্দরবানের রুমা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের এক কর্মসূচি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সংগঠনটির জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব পলাশ চৌধুরী, যিনি রুমা উপজেলার স্থায়ী বাসিন্দা, তাঁর নেতৃত্বে সম্প্রতি একটি কর্মী সম্মেলন ও র‍্যালির উদ্যোগ নেওয়া হয়। তবে সংগঠনটির পরিচিতি, উদ্দেশ্য ও পূর্বপ্রচারণা সম্পর্কে স্থানীয় বাসিন্দা কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নেতৃবৃন্দের মধ্যে কোনো সুস্পষ্ট ধারণা ছিল না।

রুমা বাজারে কর্মী সম্মেলনের প্রস্তুতিকালে র‍্যালি চলমান অবস্থায় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইদ্রীস মিয়ার নেতৃত্বে বাধা প্রদান করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এ বাধার মূল কারণ বান্দরবান ৩০০ নং আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়নকে কেন্দ্র করে জাবেদ গ্রুপ ও সাচিংপ্রু জেরি গ্রুপ এর মধ্যকার রাজনৈতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা।

এদিকে সম্মেলনে ব্যবহৃত ব্যানারে জেলা নেতৃবৃন্দের ছবি থাকলেও ‘বাংলাদেশ জাতীয়তাবাদী’ লেখাটি উল্লেখ ছিল না । জেলা নেতৃবৃন্দও রুমায় অনুষ্ঠিত এই কর্মী সম্মেলন সম্পর্কে পূর্বে অবগত ছিলেন না বলে জানা গেছে।

এ ঘটনায় বিএনপি পরিবারে রাজনীতির অভ্যন্তরীণ মতভেদ প্রকাশ্যে চলে আসে, যা স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিকে জটিল করে তুলেছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানামুখী প্রশ্ন ও আলোচনা অব্যাহত রয়েছে।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: