
পিপলু মারমা, স্টাফ রিপোর্টার:
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম বগালেক এলাকায় আধুনিক যোগাযোগ প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচিত হলো। উপজেলা রেস্টহাউজে যুক্ত করা হয়েছে বিশ্বের দ্রুতগতিতে বিস্তৃত উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিঙ্ক (Starlink)। ফলে দীর্ঘদিন ধরে নেটওয়ার্ক সংকটে থাকা পর্যটক, স্থানীয় বাসিন্দা ও প্রশাসনিক কার্যক্রম এখন আরও সাবলীল হবে বলে আশা করা হচ্ছে।
স্টারলিঙ্ক হলো স্পেসএক্স পরিচালিত একটি উন্নত স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা, যা পৃথিবীর নিম্ন-কক্ষপথে (Low Earth Orbit–LEO) স্থাপিত হাজারো ক্ষুদ্র উপগ্রহের মাধ্যমে বিশ্বব্যাপী ইন্টারনেট সরবরাহ করে। বিশেষ করে পাহাড়ি, দ্বীপাঞ্চলসহ যেসব এলাকায় প্রচলিত মোবাইল বা ব্রডব্যান্ড নেটওয়ার্ক দুর্বল, সেখানে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা পৌঁছানোই এর মূল লক্ষ্য।
প্রযুক্তিটি ব্যবহার করে বগালেকে এখন প্রতি সেকেন্ডে প্রায় ১৫০ মেগাবিট (150 Mbps) বা এর বেশি গতির ইন্টারনেট পাওয়া যাবে, যা অনেক সাধারণ ব্রডব্যান্ড সংযোগের তুলনায় দ্রুত। ব্যবহারকারীদের একটি বিশেষ অ্যান্টেনা বা ডিশ স্থাপন করতে হয়, যা সরাসরি আকাশের স্টারলিঙ্ক স্যাটেলাইটের সাথে যোগাযোগ করে ইন্টারনেট আদান-প্রদান করে।
বাংলাদেশে এর ব্যবহার এখনও সীমিত হলেও পাহাড়ি এলাকা বগালেকে এর সংযোগ স্থাপন স্থানীয় পর্যটন, যোগাযোগ ও জরুরি সেবায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
স্থানীয়দের আশা, এ প্রযুক্তি যোগ হওয়ায় পর্যটকদের নিরাপত্তা ও যোগাযোগ আরও সহজ হবে এবং সরকারি দপ্তরগুলোর কার্যক্রমও তরান্বিত হবে।
