প্রাণের ভয়ে বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের সীমান্তরক্ষীবাহিনী ২৯জন বিজিপি 

0
70

বিশেষ প্রতিনিধি।।বান্দরবান।।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে প্রাণ রক্ষার্থে ভয়ে আবারো পালিয়ে বাংলাদেশের আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ২৯ জন সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।

সোমবার (১১মার্চ) দুপুর বেলা বারোটার দিকে মিয়ানমারের অংথাপায়া ক্যাম্প হতে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি সীমান্ত থেকে পালিয়ে এসে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র কাছে আশ্রয় নেন।

বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্কর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরের দিকে মিয়ানমারের অংথাপায়া ক্যাম্প থেকে নাইক্ষংছড়ি সীমান্ত দিয়ে পালিয়ে এসে আশ্রয় চায় মিয়ানমারের সীমান্তরক্ষী ২৯ বিজিপি সদস্য। পরে সীমান্তে দায়িত্বে থাকা বিজিবির জোয়ানরা উর্ধ্বতন কর্তাদের অনুমতি নিয়ে আশ্রয় প্রার্থীদের নিরাপদে নিয়ে আসে। পরে পালিয়ে আসা বিজিপিদের নিরস্ত্রীকরণ করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার বলেন, দুপুর দিকে মিয়ানমারের বিজিপি সদস্যরা৷ প্রাণ রক্ষার্থে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে প্রবেশ করেছে। কতজন প্রবেশ করেছে সেটা জানি নাহ। তবে এই বিষয় নিয়ে বিজিবি সদস্যরা ভালো করে বলতে পারবে।

এর আগে বিদ্রোহী গোষ্ঠির আরাকান আর্মি সাথে মিয়ানমারের জান্তা সরকারে ব্যাপক গোলাগুলি ঘটনা ঘটেছে। এতে প্রাণ রক্ষার্থে মিয়ানমারের সীমান্তরক্ষী ৩৩০ জনসহ কয়েকজন কর্মকর্তা বাংলাদেশে আশ্রয় নেন। পরে তাদেরকে নৌ পথে জাহাজের মাধ্যমে হস্তান্তর করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here