
মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পুরাতন মারিশ্যা এলাকায় জমকালো আয়োজনে সৌখিন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩ ঘটিকায় পুরাতন মারিশ্যা সংলগ্ন মাঠে পুরাতন মারিশ্যা ফুটবল একাদশের আয়োজনে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার পূর্বে জাতীয় সঙ্গীত এর মাধ্যমে ম্যাচটি উদ্ভোদন করেন আগত অতিথিরা।
উক্ত অনুষ্ঠানে খেলা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার,
এসময় উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু, বিশেষ অতিথি, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, বাঘাইছি থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাজা,জেলা সহ কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সেলিম উদ্দিন বাহারী, জেলা বিএনপির সদস্য মোঃ আতাউর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন,জার্মান একাদশ বনাম সৌদিআরব একাদশ।
এসময় অতিথিরা বলেন, খেলাধুলায় মানুষের মন ভালো রাখে,খারাপ কাজ থেকে বিরত রাখে এবং যুবসমাজকে মাদক সন্ত্রাসমুক্ত করতে খেলাধুলার আয়োজনের জন্য যুবকদের আহ্বান জানান।পরে আমন্ত্রিত অতিথি ও উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।