দহেন বিকাশ ত্রিপুরা।।খাগড়াছড়ি।
খাগড়াছড়িতে অনুত্তর পূণ্যক্ষেত্র পূজনীয় ভিক্ষু সংঘ’র মাঝে বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্ঠপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, পিন্ডদান ও নানাবিধ দানের মহতি পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) সকালে খাগড়াছড়ি সদর ১নং পৌরওয়ার্ডস্থ পশ্চিম নারান খাইয়া এলাকায় নিজ বাড়িতে এ পূণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় কবিরাজ অংচিংনু মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গামারীঢালা বনবিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত বোধিপাল মহাথেরো।
অনুষ্ঠানে শুরুতে সূচনায় পরিবার, জাতি, সমাজ ও দেশের মঙ্গলবার সার্বিক মঙ্গল কামনায় বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্ঠপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, পিন্ডদান ও নানাবিধ দানের মহতি পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে ধর্মদেশনা অনুষ্ঠিত হয়। পরে স্বর্গীয় অংঙ্যা রাখাইন, প্রুথোয়াই মারমা, স্বর্গীয় দুংমাচী মারমা’র উদ্দেশ্যে পারলৌকিক সদগতি ও মঙ্গল কামনায় অনুত্তর পূণ্যক্ষেত্র পূজনীয় ভিক্ষু সংঘের উপস্থিতিতে বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্ঠপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, পিন্ডদান ও নানাবিধ দানের মহতি পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ধর্মসভায় মুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল মিত্র চাকমা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন দশবল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত অগ্র জ্যোতি মহাথেরো, খাগড়াছড়ি পৌর কমিশনার অতীশ চাকমা,বেনুবন বনবিহারের অধ্যক্ষ ভদন্ত পন্থক মহাথেরো, ক্ষান্তিপুর বন কুঠিরের অধ্যক্ষ আর্য্য বোধি মহাথেরো, মৈত্রী বন বিহারের অধ্যক্ষ রাষ্ট্রপাল মহাথেরো, পুরনজয় মহাজন পাড়া গৌতম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞা জ্যোতি মহাথেরো প্রমূখ।
এ সময় বিভিন্ন বিহারের বিহার অধ্যক্ষ ও শত-শত বৌদ্ধ ধর্মের উপাসক-উপাসিকারা উপস্থিত ছিলেন।