পাহাড়ে সেনাবাহিনীর উন্নয়ন মূলক কার্যক্রম

0
24

মোঃ মহিউদ্দিন,বাঘাইছড়ি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষা বিস্তার ও সড়ক যোগাযোগ উন্নয়নে কাজ করে চলেছে সেনাবাহিনী।

পাহাড়ি অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ তৈরি করতে ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের উদ্যোগে স্থাপিত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানও।

রবিবার ৩১ আগস্ট সাড়ে ১০ টার দিকে বাঘাইছড়ি মাঝিপাড়া সীমান্তে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠিত মিলনপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুল আলম শামস (এনডিসি, পিএসসি)। এ সময় সেনাবাহিনীর ২০ ইসিবির অধিনায়কসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষকদের বেতন দ্বিগুণ করার ঘোষণা দেন। পাশাপাশি বিদ্যালয়ে সৌরবিদ্যুৎ ও ফ্যান স্থাপন, শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও ক্রীড়া সামগ্রী প্রদান এবং ভবিষ্যতে বিদ্যালয়টি জাতীয়করণের ক্ষেত্রে সর্বাত্মক সহায়তার আশ্বস্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here