নিজস্ব সংবাদদাতা।।থানচি।।
বান্দরবানে থানচিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। তেরেজা ত্রিপুরা ও খ্যাইউপ্রু মারমা দুই উদ্যোক্তা হিসেবে সফল নারী শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনের উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথ আয়োজনের মহিলা বিষয়ক অধিদপ্তরে সহকারী অফিস প্রধান মো: এমরানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ইউএনও রাকিব হাসান চৌধুরী সভাপতিত্ব করেন। তিনি নারীর ক্ষমতায়ন এবং সমাজে তাদের অবদানের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা নারীদের সম্মাননা প্রদান করা হয়। তাদের সংগ্রামী জীবন ও সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকার কথা তুলে ধরা হয়। আলোচনায় বক্তারা বেগম রোকেয়ার স্বপ্ন, নারীর শিক্ষা এবং তাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি নারীর প্রতি সমাজের দায়িত্ব ও তাদের অধিকার সুরক্ষার গুরুত্বও তুলে ধরা হয়।
আলোচনা সভা আগেই একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নির্বাচন কর্মকর্তা মো: আবদুল হামিদ,সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ,পিআইও মসফিকুর রহমান,পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার জমির উদ্দিন,সহকারী শিক্ষা অফিসার নিজাম উদ্দিন,মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমূখ।
এই আয়োজন নারীর ক্ষমতায়ন এবং তাদের সংগ্রামের স্বীকৃতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে উপস্থিত সকলকে অনুপ্রাণিত করেছে। ২ জন শ্রেষ্ঠ জয়িতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নারীর প্রতি সম্মান এবং সমাজে নারীর অধিকার সুরক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।