
মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
রাঙ্গামাটি জেলা বিএনপি বাঘাইছড়িতে আগমন উপলক্ষে খেদারমারা ইউনিয়ন বিএনপির আয়োজনে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৩ জুলাই সকাল সাড়ে ১০ ঘটিকায় খেদারমারা ইউনিয়নের শীলকাটা ছড়া কমিউনিটি সেন্টারে খেদারমারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলীর সভাপতিত্বে উক্ত সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেব জ্যোতি চাকমা, জেলা যুগ্ম সম্পাদক ইলিয়াস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, জেলা বিএনপির সদস্য ও খেদারমারা ইউপি চেয়ারম্যান বিল্টু চাকমা সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
এসময় বক্তৃতারা বলেন, সামনে জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) ক্ষমতা আসলে পার্বত্য অঞ্চলের পাহাড়ি- বাঙ্গালী সাধারণ জনগনের জন্য ন্যায্য দাবি আদায়ে কাজ করবে।