রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
Homeখেলাপার্বত্য গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বান্দরবান পৌরসভা একাদশ কে হারিয়ে ফাইনালে থানচি

পার্বত্য গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বান্দরবান পৌরসভা একাদশ কে হারিয়ে ফাইনালে থানচি

সুজন ভট্টাচার্য্য, বান্দরবান:

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে শক্তিশালী বান্দরবান পৌরসভা একাদশ কে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেলো থানচি উপজেলা ফুটবল একাদশ।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় বান্দরবান পৌরসভা একাদশ কে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে লাল সাদা জার্সি’র থানচি উপজেলা ফুটবল একাদশ।

খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদশর্নের জন্য ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন থানচি উপজেলা ফুটবল একাদশ এর খেলোয়াড় উক্যসাইং মারমা।

এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, আয়োজক কমিটির আহবায়ক উবাথোয়াই মারমা
সদস্য সচিব এবং জেলা ক্রীড়া অফিসার রেজাউল করিম, সদস্য মোঃ নাসির উদ্দিন, রাজু ময় তংচংগ্যা , উমং সিং মারমা , মং এ চিং চাক সহ আরো উপস্থিত ছিলেন সাবেক খেলোয়ার এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ,ও গণমাধ্যম কর্মীরা।

উল্লেখ গত ৯ ডিসেম্বর জমকালো আয়োজনের মধ্যদিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে জেলার ৭ টি উপজেলা ও বান্দরবান পৌরসভা সহ মোট ৮ টি দল অংশ গ্রহণ করেন। রবিবার (১৪ ডিসেম্বর) নাইক্ষ্যংছড়ি উপজেলা ফুটবল একাদশ বনাম থানচি উপজেলা ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে এই টুর্নামেন্ট সমাপ্ত হবে।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: