সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
HomeUncategorizedপাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দ গ্রাফিতি বাতিলের সিদ্ধান্তে প্রতিবাদ

পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দ গ্রাফিতি বাতিলের সিদ্ধান্তে প্রতিবাদ

রুমাবার্তা ডেস্ক।।

পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিলের সিদ্ধান্তে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের সহযোগী সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)। একইসঙ্গে সংগঠন দুটি পাঠ্যপুস্তকে ‘আদিবাসীদের’ সঠিক ইতিহাস ও পরিচিতি তুলে ধরার দাবি জানিয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় কমিটির তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক অন্বেষ চাকমা’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবম ও দশম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্রের পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিল করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামক উগ্র-সাম্প্রদায়িক ও মৌলবাদী সংগঠনের সদস্যদের দাবির প্রেক্ষিতে এনসিটিবি ১২ জানুয়ারি রাতে অনলাইন ভার্সনের পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিল করে। এনসিটিবি’র এহেন সিদ্ধান্তে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আদিবাসী জনগোষ্ঠী আশা করেছিল যে, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন শাসকগোষ্ঠী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাম্প্রদায়িক এ সিদ্ধান্ত বাতিলপূর্বক আদিবাসীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাদের সঠিক ইতিহাস ও পরিচিতি তুলে ধরাসহ রাষ্ট্রের সর্বক্ষেত্রে আদিবাসীদের অংশগ্রহণ নিশ্চিতকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

কিন্তু বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও অর্ন্তভূক্তিমূলক বাংলাদেশ বির্নিমাণের প্রতিশ্রুতি দিয়ে রাষ্ট্রের নতুন শাসকগোষ্ঠী তার কার্যক্রম পরিচালনা করার কথা বললেও পাহাড় ও সমতলে বসবাসরত আদিবাসীদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে রাষ্ট্রের গৃহীত পদক্ষেপগুলোতে সেটির যথাযথ ও সঠিক প্রতিফলন দেখা যাচ্ছে না বলে পিসিপি ও এইচডব্লিউএফ মনে করছে।

বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়, পিসিপি ও এইচডব্লিউএফ মনে করে জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের পথে আদিবাসীদের অস্বীকৃতি জানানো জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনার পরিপন্থি। সংবিধানের দোহাই দিয়ে পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিল করে এনসিটিবি উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীর সাথে আপোষ করেছে। দেশের ৫০টির অধিক আদিবাসী জনগোষ্ঠীর আত্মপরিচয়কে অস্বীকার করে বহুজাতিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়।

তাই বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে অবিলম্বে নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বাতিলকৃত আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহাল, পাঠ্যপুস্তকে আদিবাসীদের সঠিক ইতিহাস ও পরিচিতি তুলে ধরাসহ সাংবিধানিকভাবে আদিবাসীদের স্বীকৃতি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার করার জন্য পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) অর্ন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।

সুত্র:সারাবাংলা

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: