পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দীঘিনালায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ঈদ উপহার বিতরণ

0
68

উপজেলা প্রতিনিধি।।খাগড়াছড়ি।।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দীঘিনালা উপজেলায় দেড় শতাধিক অসচ্ছল ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ ২০২৫) দুপুরে দীঘিনালা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা ও নিটোল মনি চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন দীঘিনালা বোয়ালখালী বাজার চৌধুরী জেসমিন চাকমা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং যুব রেড ক্রিসেন্ট সোসাইটির নেতৃবৃন্দ।

উপস্থিত অতিথিরা বলেন, ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে জেলা পরিষদের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে অসচ্ছল পরিবারগুলোও ঈদ উদযাপন করতে পারে।

অনুষ্ঠানে প্রায় ১৫০ জন অসচ্ছল ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here