নানিয়ারচর সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান

0
61

রাঙামাটি প্রতিনিধি।।

রাঙামাটির নানিয়ারচর সেনা জোন কর্তৃক অসুস্থ ব্যক্তিদের মাঝে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে ”সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন (পিএসসি) এ আর্থিক সহায়তা কর্মসূচির আয়োজন করেন।

নানিয়ারচর জোনের আওতাধীন বিভিন্ন এলাকার বেশ কয়েকটি পরিবার দীর্ঘদিন যাবত আর্থিক সংকটের ধরুন সুচিকিৎসার অভাব এবং বিভিন্ন সমস্যায় ভুগছে। বিষয়টি জানতে পেরে জোন কমান্ডার সহায়তা প্রদানের উদ্যোগ নেন।

তারই ধারাবাহিকতায় উপজেলার দিশানপাড়া এলাকার প্রদীপ কুমার চাকমা এর মেয়ে বৈশাখী চাকমার উন্নত চিকিৎসা (হার্ট অপারেশন), ইসলামপুর এলাকার মোসাঃ সেলিনা বেগম এর স্বামীর চিকিৎসা, বেতছড়ি পুরাতন পাড়া এলাকার যীশু চাকমার মায়ের চিকিৎসা এবং মাস্টারপাড়া এলাকার রেনু বেগমের দোকান ঘর তৈরি বাবদ সর্বমোট ২৫,০০০.০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন সেনাবাহিনী।

জোন সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় এমন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here