নানা আয়োজনে বাঘাইছড়িতে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

0
46

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

আজ মহান মে দিবস। সারা দেশের ন্যায় বাঘাইছড়িতেও মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস নানা আয়োজনে পালিত হয়েছে। ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময়ে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার, উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন।

আলোচনা সভায় শিরিন আক্তার বলেন, ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্মাহুতি দিয়েছিলেন তাদের সে আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here