নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক নারীর পা বিচ্ছিন্ন

0
80

বিশেষ প্রতিনিধি।।বান্দরবান।।

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণে লাকি সিং (২৪) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৪ আগস্ট) সকালে ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় বাঁশ কোড়ল কুড়াতে গিয়ে মিয়ানমারে অনুপ্রবেশ করলে বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের ফলে লাকি সিংয়ের বাম পা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের সুমন কারবারির মেয়ে।

স্থানীয়রা জানান, আহত লাকিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। এতে করে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here