নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে অবৈধভাবে বসবাস করা ৭১জন পাহাড়িকে  স্বদেশে প্রত্যাবর্তন

0
4

উপজেলা প্রতিনিধি।। নাইক্ষ‍্যংছড়ি।।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ বাইশফাঁড়ী এবং তুমব্রু সীমান্তে অবৈধভাবে বসবাসরত মিয়ানমারের পাহাড়ি সম্প্রদায়ের ২০টি পরিবারের ৭১ জন নাগরিককে স্বদেশে প্রত্যাবর্তন করেছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ বাইশফাঁড়ী এবং তুমব্রু বিওপির দায়িত্বপূর্ন সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে তংচংঙ্গা ও হেডম্যান পাড়ায় মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ২০টি পরিবারের সর্বমোট ৭১ জন মিয়ানমার নাগরিক বিভিন্ন সময়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে,বাংলাদেশী স্থানীয় পাহাড়ি  সম্প্রদায়ের সাথে গত ১ থেকে ২ বছর যাবত বসবাস করে আসছিল।

মহাপরিচালক,বর্ডার গার্ড বাংলাদেশ এর ভিশন বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক বাস্তবায়নের লক্ষ্যে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর সার্বিক প্রচেষ্টায় উক্ত মিয়ানমার নাগরিকদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য দীর্ঘদিন ধরে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পেশাদারিত্ব, ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ২২ ও ২৩ জুলাই ২০২৫ তারিখে বাইশফাঁড়ী ও তুমব্রু বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার তংচংঙ্গা পাড়ায় বসবাসরত মিয়ানমার পাহাড়ি সম্প্রদায়ের ২০টি পরিবারের সর্বমোট ৭১ জন মিয়ানমার নাগরিকদেরকে তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তন করা হয়েছে। উল্লেখ্য, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে বসবাসরত মিয়ানমারের আর কোন তংচঙ্গ্যা সম্প্রদায় নেই।

বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here