দেশব্যাপী হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও মানববন্ধন

0
24

।।খাগড়াছড়ি প্রতিনিধি।। 

সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, ঘরবাড়ি ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস এবং মঠ-মন্দিরে হামলার প্রতিবাদে ৮ দফা দাবির ভিত্তিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে হিন্দু সম্প্রদায়ের নেতারা অংশ নেন। বিক্ষোভ-পরবর্তী সমাবেশে লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল দেব বক্তব্য রাখেন। এছাড়াও সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা শাখার সহ-সভাপতি প্রভাত তালুকদার এবং সাধারণ সম্পাদক সুমন আচার্য উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা সরকারের প্রতি ৮ দফা দাবি তুলে ধরেন, যা নিম্নরূপ:
১. সংখ্যালঘু নির্যাতনের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা।
২. অনতিবিলম্বে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়ন।
৩. ‘সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়’ গঠন।
৪.হিন্দু কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীতকরণ।
৫. দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার এবং সংরক্ষণের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন ও বাস্তবায়ন।
৬. প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় এবং হোস্টেলগুলোতে প্রার্থনাকক্ষের ব্যবস্থা।
৭. ‘সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড’ আধুনিকায়ন।
৮. শারদীয় দুর্গাপূজায় ৫ দিনের সরকারি ছুটি ঘোষণা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সরকারের নৈতিক দায়িত্ব সংখ্যালঘু সম্প্রদায়ের এসব যৌক্তিক দাবি পূরণ করা। এই দাবিগুলো মেনে নিলে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব হবে এবং দেশের সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সমাবেশে খাগড়াছড়িসহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন সনাতনী সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে, যারা সারা দেশের হিন্দু সম্প্রদায়ের উপর চলমান নিপীড়নের প্রতিবাদে আওয়াজ তোলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here