সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬
Homeউন্নয়নদূর্গম পাহাড়ের শিক্ষার্থীদের মাঝে খাতা ও কম্বল বিতরণ করেন রুমার জোন কমান্ডার 

দূর্গম পাহাড়ের শিক্ষার্থীদের মাঝে খাতা ও কম্বল বিতরণ করেন রুমার জোন কমান্ডার 

স্টাফ রিপোর্টার:

বান্দরবানে রুমা উপজেলার দুর্গম বড়থলি মারমা পাড়া ও ত্রিপুরা পাড়ার শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ দিতে এবং শীতবস্ত্রের অভাব দূর করতে খাতা ও কম্বল বিতরণ করেন রুমার জোন কমান্ডার মেহেদী হাসান সরকার। সম্প্রতি রুমা উপজেলার বিভিন্ন প্রত্যন্ত পাহাড়ি পাড়ায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে খাতা বিতরণ করা হয়, যাতে তারা নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারে। একই সঙ্গে শীতপ্রবণ দুর্গম এলাকায় বসবাসকারী দরিদ্র ও অসহায় শিক্ষার্থী এবং পাড়াবাসিদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময়  সেনাবাহিনীরা জানান, দুর্গম পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পড়াশোনা করে। শিক্ষা উপকরণ ও শীতবস্ত্রের অভাব তাদের নিয়মিত স্কুলে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। এসব বিষয় বিবেচনায় নিয়ে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

স্থানীয় অভিভাবক ও পাড়াবাসিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের মনোবল বাড়াবে এবং শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে। তারা ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়থলি পাড়া ও ত্রিপুরা পাড়ার ১২০টি খাতা, শীতবস্ত্র ও অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করেছেন।

বিতরণের শেষে রুমার জোন কমান্ডার মেহেদী হাসান সরকার শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে এবং তারা পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আশাবাদ ব্যক্ত করে।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: