
স্টাফ রিপোর্টার:
বান্দরবানে রুমা উপজেলার দুর্গম বড়থলি মারমা পাড়া ও ত্রিপুরা পাড়ার শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ দিতে এবং শীতবস্ত্রের অভাব দূর করতে খাতা ও কম্বল বিতরণ করেন রুমার জোন কমান্ডার মেহেদী হাসান সরকার। সম্প্রতি রুমা উপজেলার বিভিন্ন প্রত্যন্ত পাহাড়ি পাড়ায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে খাতা বিতরণ করা হয়, যাতে তারা নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারে। একই সঙ্গে শীতপ্রবণ দুর্গম এলাকায় বসবাসকারী দরিদ্র ও অসহায় শিক্ষার্থী এবং পাড়াবাসিদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় সেনাবাহিনীরা জানান, দুর্গম পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পড়াশোনা করে। শিক্ষা উপকরণ ও শীতবস্ত্রের অভাব তাদের নিয়মিত স্কুলে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। এসব বিষয় বিবেচনায় নিয়ে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
স্থানীয় অভিভাবক ও পাড়াবাসিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের মনোবল বাড়াবে এবং শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে। তারা ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়থলি পাড়া ও ত্রিপুরা পাড়ার ১২০টি খাতা, শীতবস্ত্র ও অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করেছেন।
বিতরণের শেষে রুমার জোন কমান্ডার মেহেদী হাসান সরকার শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে এবং তারা পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আশাবাদ ব্যক্ত করে।
