
স্টাফ রিপোর্টার:
মাননীয় মহাপরিচালক,বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নির্দেশনায় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় দুর্গম পাহাড়ি এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ ২১ জানুয়ারি রোজ বুধবার রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার তালাংহুবপাড়া বিওপির দায়িত্বপূর্ণ ত্রিপুরা পাড়া,মারমা পাড়া ও সালছড়া পাড়া এলাকার শীতার্ত মানুষের মাঝে মোট-১শত-২০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
বড়থলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ মানবিক কার্যক্রমে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ শুধু দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বই পালন করছে না; পাশাপাশি সীমান্তবর্তী ও দুর্গম অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং মানবিক সহায়তা প্রদানে সদা তৎপর রয়েছে।
তিনি আরও বলেন,এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য,শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও রুমা ব্যাটালিয়নের পক্ষ থেকে মানবিক ও সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্থানীয় জনগণ বিজিবির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
