দীর্ঘ সাতবছর পর মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতা যাবজ্জীবন কারাদণ্ড

0
64

জেলা প্রতিনিধি।।বান্দরবান।।

বান্দরবানের লামায় নিজ মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতা মো: চোবাহার জোমাদারকে (৩৫) নগদ এক লক্ষ টাকা জরিমানা ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু দমন ট্রাইবুনাল আদালত।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে নারী ও শিশু দমন ট্রাইবুনালের বিচারক জেবুন্নাহার আয়েশা এই রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত হলেন, চোবাহার জোমাদার (৩৫), লামার রূপসীর পাড়া ইউনিয়নে টিয়ারঝিড়ি এলাকায় সোলাইমান জোমাদার ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, মো: চোবাহান জোমাদার সাথে হালিমা বেগমের বিয়ে হয়। বিয়ে পর তাদের ঘরে মেয়ে আখি আক্তার (ছন্দ নাম) জন্ম নেন। পরবর্তীতে বিভিন্ন কারণের চোবাহান জমোদারের সাথে হালিমা বেগমের বিয়ে বিচ্ছেদ হয়ে যায়। কয়েক বছর আখি আক্তার (ছন্দ নাম) তার মায়ের সাথে থাকার পর বাবা চুবাহান জোমাদার বাড়ীতে এসে বসবাস করতে থাকেন। সেই সুযোগে পিতা চুবাহান জোমাদার নিজ আপন মেয়ে আখি আক্তারকে (ছন্দ নাম) ২০১৮ সালে ১৯ মে সন্ধ্যা সাতটায় নিজ বাড়ীতে ধর্ষণ করে। পরে ঘটনার জানাজানি হলে আখি আক্তার (ছন্দ নাম) মামা মো: রবিউল ইসলাম ৪ সেপ্টেম্বর লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন।

এদিকে সাত বছর পর ঘটনাটির প্রমানিত হওয়ায় আসামী পিতা মো: চোবাহার জোমাদারকে (৩৫) নগদ এক লক্ষ টাকা জরিমানা ও যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন নারী ও শিশু দমন ট্রাইবুনাল আদালত।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনাকারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্পেশাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট বাসিংথুয়াই মারমা সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটির সত্যতা প্রমানিত হওয়ায় আসামীকে এক লক্ষ টাকা জরিমানা ও যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here