রবিবার, নভেম্বর ২, ২০২৫
HomeUncategorizedথানচি প্রেসক্লাবের  নব-কমিটি গঠন

থানচি প্রেসক্লাবের  নব-কমিটি গঠন

নিজস্ব সংবাদদাতা।।থানচি।।

বান্দরবানের থানচি উপজেলা প্রেসক্লাবের কমিটির গঠিত হয়েছে। কমিটিতে জায়গা পেয়েছে  সভাপতি পদে বাংলাদেশ বেতার বান্দরবানের প্রতিনিধি মংবোওয়াংচিং মারমা (অনুপম), সাধারণ সম্পাদক পদে দৈনিক কালবেলা প্রতিনিধি চহ্লামং মারমা, নির্বাচিত করা হয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ের মংবোওয়াংচিং মারমা (অনুপম) সভাপতিত্বে প্রেসক্লাবের সদস্যদের মেয়াদ উর্ত্তিন্ন হওয়া এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের কন্ঠভোটের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের আগামী মেয়াদের জন্য তাদের নির্বাচিত হন।

আগামি মেয়াদ পর্যন্ত  অন্যান্যদের মধ্যে  সহ- সভাপতি পদে দৈনিক আমার সংবাদ প্রতিনিধি রেমবো ত্রিপুরা,  কোষাধক্ষ্য পদে ডেলি মেসেঞ্জার ও দৈনিক দেশবাংলা প্রতিনিধি চিংথোয়াই অং মারমা নির্বাচিত হন। এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে   দৈনিক প্রথম বাংলা প্রতিনিধি মথি ত্রিপুরা,সাপ্তাহিক চট্টবানী প্রতিনিধি শহীদুল ইসলাম, দৈনিক বিকাল বেলা প্রতিনিধি হিমংপ্রু মারমা, সাপ্তাহিক মাইণী পত্রিকা প্রতিনিধি নির্বাহী সদস্য কাইথাং খুমীসহ  ৮ সদস্য বিশিষ্ট কমিটি প্রাথমিক ভাবে  নির্বাচিত হয়েছেন।

বিগত ১৪ নভেম্বর ২০২১ সালে কমিটি গঠন করেছিল। গতকাল  বৃহস্পতিবার কমিটি মেয়াদ শেষ হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: