।।থানচি ও আলীকদম প্রতিনিধি।।
আলীকদমঃ জাতীয় দৈনিক ‘কালবেলা’র নবযাত্রার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আলীকদম উপজেলা পরিষদ হলরুমে কেক কাটা হয়েছে। এ উপলক্ষ্যে কালবেলার আলীকদম প্রতিনিধি সুজন চৌধুরীর আয়োজনে অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মাহতাব উদ্দিন চৌধুরী।
বর্ষপূর্তি অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার তবিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তপাদার, সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দীন, নয়াপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, প্রেসক্লাব সেক্রেটারী এস,এম জিয়াউদ্দিন জুয়েল, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব ও পত্রিকার এজেন্ট মোঃ নাজিম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, ২০২২-এর এই দিনে কালবেলার নবযাত্রা শুরু হয়েছিল। পত্রিকাটির তরফে বলা হয়েছে, নতুন বাংলাদেশে নতুন পরিস্থিতিতে তারা বর্ষপূর্তি উদযাপন করছে।
কালবেলার আলীকদম প্রতিনিধি সুজন চৌধুরী জানান, কালবেলার নবযাত্রার দুই বছরে পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। মানুষের বাক ও চিন্তার স্বাধীনতায় জনগণের পক্ষেই পত্রিকাটি সংবাদ পরিবেশন করে আসছে।
থানচিঃ থানচি উপজেলা বহুল প্রচারিত দৈনিক কাল বেলা প্রতিষ্ঠা বার্ষিকি যথাযথ মর্যাদা পালিত হয়েছে। কাল বেলা দুই বছর পুর্তি উপলক্ষ্যে বর্নাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার ১৬ অক্টোবর সকালে স্থানীয় মেঘবর্তী রিসোর্ট মিলনায়তনের অনুষ্ঠিত সভা দৈনিক কাল বেলা পত্রিকা উপজেলা প্রতিনিধি চহ্লামং সভাপতিত্ব করেন। প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্বেচ্ছা সেবী সংগঠনের নেত্রী নুম্রাউ মারমা সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্ত, মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী প্রধান মো: এমরান হোসেন,হিউম্যানেটারিয়ান ফাউন্ডিশনের মাঠ কর্মকর্তা সচীব চাকমা প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বহুল প্রচারিত জাতীয় দৈনিক কালবেলা পত্রিকা বান্দরবান জেলা ও থানচি উপজেলা বিভিন্ন সময় ঘটে যাওয়া ঘটনা গুলি বস্তুনিষ্ঠ ভাবে সংবাদ পরিবেশন করেন সে জন্য এ পত্রিকাটি অল্প সময়ের থানচিবাসীদের অন্তরের জনপ্রিয় হয়ে উঠেছে। কিছু দিন আগেই খাদ্য সংকট,বাঁশ কুড়ল খেয়ে বেঁচে আছে সীমান্তে বাসিন্দাদের সে খবর কাল বেলা পত্রিকায় সংবাদ হিসেবে স্থান করে নেয়ার ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আমাদের হৃদয়ের মনের কোটায় রাখছি। পত্রিকাটি উজ্জল ভবিষ্যৎ উন্নতি অবশ্যই কামনা করি।