থানচিতে সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা ও শীতবস্ত্র  বিতরণ

0
1

উপজেলা প্রতিনিধি।।থানচি।।

খ্রিস্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড় দিন উপলক্ষে বান্দরবানের রুমা উপজেলার মায়ানমারের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টায় ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের শেরকর পাড়ায় এ উৎসব উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

দি ম্যাজেস্টিক টাইগার্স এর অধিনায়কের পক্ষে পাড়াবাসীর জন্য খাদ্য সামগ্রী (চাল ৪০ কেজি, ডাল ১০ কেজি, তেল ১০ লিটার, চিনি ১০ কেজি, চা পাতা ৫ কেজি, লবণ ৫ কেজি ও আনুষাঙ্গিক মসলা) বিতরণ করেন বাকলাইপাড়া সাব জোনের তামলোপাড়া টিওবি’র ক্যাম্প কমান্ডার।

বড়দিনের অনুদান পেয়ে শেরকরপাড়া এলাকার কমিউনিটি ব্যাপ্টিষ্ট চার্চের ধর্মগুরু লাল জাই থাং ও কারবারি তুম থন বলেন, ‘এটি আমাদের ধর্মীয় বড় উৎসব। সেনাবাহিনী আমাদের যে সহযোগীতা করেছে তা দিয়ে আমরা পাড়াবাসী, পরিবার-পরিজন নিয়ে উৎসবের আয়োজন করতে পারবো।

বড়দিনের উৎসব আয়োজনের ব্যাপারে অধিনায়ক ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট বলেন, সেনাবাহিনী সব সময় সাধারণ জনগনের পাশে ছিল, আছে এবং থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতেও আমরা বদ্ধপরিকর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here