থানচিতে মাহে রমজানের উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

0
2

নিজস্ব প্রতিবেদক।। থানচি।।

বান্দরবানের থানচির  ও পাহাড়ের বসবাসরত সকল সম্প্রদায়ের স্ব-অবস্থানের থেকে শান্তির  সমৃদ্ধি ব্যবসা বানিজ্য বৃদ্ধি ও সম্প্রীতি বজায় রাখা লক্ষ্যে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে পবিত্র মাহে রমজান মাসের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৪ মার্চ বিকাল ৪ টা থানচি উপজেলার মুসলিম ছাত্র- যুব সমাজের আয়োজনের  উপজেলা সদরে  জামের মসজিদ প্রাঙ্গনের পবিত্র দোয়া পাঠ করেন জামের মসজিদের খতিব ইমাম মোল্লানা আনিছ উল্লাহ মোবারক, টিএন্ডটি পাড়া জামের মসজিদের খতিব ইমাম ও এতিম শিশুদের কুরআন শিক্ষা প্রতিষ্ঠান মা-আরিফুল কুরআন মাদ্রাসা পরিচালক মোল্লানা জুবাইর আহম্মদ, দোয়া ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন থানচির মুসলিম ছাত্র-যুব সমাজের সভাপতি মো: হারুনর রশিদ টিপু, সাধারণ সম্পাদক নিয়াজুর রহমানের সঞ্চালনায়  থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) নাছির উদ্দিন মজুমদার, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), থানচি বাজার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন,  উপজেলা জামায়াতে সভাপতি মো: আসলাম, যুব নেতা মো: রায়হান,সাবেক ইউপি মেম্বার নুরুল কবির, ব্যবসায়ী মো: লিয়াকত হোসেন, মো: জুবায়ের আহম্মদ প্রমুখ।

দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা বলেন, ইসলাম  শান্তি সমৃদ্ধি অসম্প্রদায়িক চেতনা ধারণ লালনসহ সমাজের  ন্যায়নীতি ও আদর্শিক সকল সম্প্রদায়ের শান্তিতে বসবাসের গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখবে।

পবিত্র মাহে রমজান মাসের দোয়া ও ইফতার মাহফিলের সরকারী- বেসরকারী কর্মকর্তা সহ  ৬শত রোজাদার মুসুল্লিরা স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here