থানচিতে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

0
20

নিজস্ব প্রতিবেদক।। থানচি।।

বান্দরবানের থানচি উপজেলা সদরে দুর্গম ৬ নং ওয়ার্ডে ইয়াংরেসে পাড়া সাংগু নদীর ঘাতে বিনা মূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করেন স্থানীয় এনজিও সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)।

বৃহস্পতিবার ১৪ নভেম্বর সকালে বিনা মূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প শুভ উদ্বোধন করেন উপজেলার প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, বলিপাড়া নারী কল্যান সমিতি ( বিএনকেএস)’র থানচি উপজেলা দারিদ্র গ্রামবাসীর জন্য আর্থ- সামাজিক উন্নয়ন প্রকল্পের আয়োজন করেন। বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস লিমিটেট (বিএসআরএম) অর্থায়নের মানবতার সেবার অঙ্গীকারবদ্ধ এই প্রতিপাদ্যে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা ক্যাম্পের ইয়াংরেসে পাড়া,নিয়াবুট পাড়া,কংক্লাই পাড়া,রইহিন ম্রো পাড়া, নিলট পাড়াসহ প্রায় ১০ টি গ্রামে দেড়শতাধিক জটিল ও সাধারণ রোগী নর- নারী শিশু – কিশোর প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহন করেন। এ সব রোগীদের চিকিৎসা সেবা দিয়েছে বলিপাড়া পরিবার ও স্বাস্থ্য পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার মেথোয়াই মারমা, বিএনকেএস’র প্যারামেডিকস উবাথোয়াই মারমা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে সেবা গ্রহীদের সহযোগীতা ছিলেন, বিএনকেএস ‘র উপ- পরিচালক উবানু মারমা,প্রকল্প ব্যবস্থাপক ভাননুনসিয়াম বম,প্রকল্প পরিবেক্ষণ ও মূল্যায়ন স্পেশালিষ্ট সাগ্যহ্লা চাক, ইয়াংরেসে পাড়ার প্রধান প্রুসাচিং কারবারী,রেংহিন ম্রো পাড়া প্রধান মাংপুন ম্রো কারবারী প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here