থানচিতে নারী ক্ষমতায়ন প্রকল্পের সমাপ্তিতে মতবিনিময়

0
3

বিশেষ প্রতিনিধি।।থানচি।।

বান্দরবানের থানচি উপজেলা পর্যায়ের সরকারী বেসরকারী অংশীজনদের সাথে প্রকল্পের শিখন, শেয়ারিং, লার্নিং সমাপ্তিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৪ ডিসেম্বর উপজেলা পরিষদের মিলনায়তনের অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা ডিয়াংকানিয়া বাংলাদেশ অর্থায়নের স্থানীয় এনজিও সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতি ( বিএনকেএস)’র আয়োজন করেন।

বিএনকেএস’র উপ- পরিচালক উবানু মারমা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাকিব হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যাদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স’র স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ,থানা উপসহকারী পরিদর্শক মোহাম্মদ তৌফিক,তপন কুমার, প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা,বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা প্রমূখ।

এর আগেই উপজেলা পরিষদের প্রাঙ্গনের থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের বাইসাইকেল চালানো পারদর্শি হওয়ার লক্ষ্যে দুই টি বাইসাইকেল প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা নিকট হস্তান্তর করা হয়।

সভা শেষে অতিথিবৃন্দ একই উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে থানচি হেডম্যান পাড়া অর্ধশতাধিক নারী ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বিএনকেএস ‘র বাস্তবায়নাধীন চলমান প্রকল্পের গৃহপালিত প্রানী পালনের প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের দ্ধারা পরিচালিত প্রকল্পের রক্ষনাবেক্ষণ টেকসই জিবীকা নির্বাহের প্রকল্প বাস্তবায়ন কর্মকান্ডে উপর পরিদর্শন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here