মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
Homeআলাপনথানচিতে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

থানচিতে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

রেমবো ত্রিপুরা।।থানচি।।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল কর্তৃক বাস্তবায়নাধীন “ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রম’র ২০২৩-২৪ অর্বথছরে উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা বান্দরবানের থানচিতে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকাল ১০টা দিকে উপজেলা মিলনায়তন সভা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ কমিটি সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

প্রশিক্ষণ ও সার্বিক পরিচালনায় ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আছিফ উদ্দীন মিয়া, থানচি থানা, এস আই (নিরস্ত্র) রতন কান্তি দে, উপজেলা প্রকৌশলী মোঃ এমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ আব্দুল্লাহ আল নোমান ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ নিজাম উদ্দিন প্রমুখ।

এছাড়া অন্যান্যদের  মধ্যে উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: