থানচিতে জাতীয় ভোটার দিবসের র‍্যালী ও আলোচনা সভা 

0
7

নিজস্ব প্রতিবেদক।।থানচি।।

বান্দরবানে থানচি উপজেলার সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

“তোমার আমার বাংলাদেশ, ভোট দিব মিলেমিশে, প্রতিপাদ্যের  উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রোববার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের শুরুতে একটি র‍্যালী উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হামিদ সভাপতিত্ব  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ – আল- ফয়সাল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো,সদস্য এ্যাভোকেট উবাথোয়াই মারমা,
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দিন মজুমদার, এলজিইডি প্রকৌশলী রফিকুল ইসলাম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত নিজাম উদ্দিন,প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা প্রমূখ।

বক্তারা বলেন, “ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণই গণতন্ত্রকে সচল রাখে। প্রতিটি নাগরিকের ভোট দেওয়া শুধু অধিকার নয়,দায়িত্বও বটে। আমরা চাই সবাই মিলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ তৈরি করি। ভোটাররা যেন তাদের মূল্যবান ভোটের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।”

“জাতীয় ভোটার দিবসের মাধ্যমে আমরা ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে চাই। নতুন ভোটারদের নিবন্ধন এবং সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করাও আমাদের লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here