চিংথোয়াই অং মার্মা।। থানচি প্রতিনিধি।।
“দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ, বাংলাদেশ” আয়োজনে বুদ্ধ ধাতু জাদী (স্বর্ণ জাদী), ধাতু নংদগ্রী জাদী, রাম জাদী, রাম নংদগ্রী জাদী ও কিয়কমলং জাদী প্রতিষ্ঠাতা পরম পূজনীয় ভদ্দন্ত উঃ উ পঞ্ঞা জোত মহাথের (গুরুভন্তে)এর শিষ্য-শিষ্যাদের যৌথ উদ্যোগে বান্দরবানে থানচিতে দুঃস্থ ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (১৪ জানুয়ারী) দুপুরে বলীপাড়া ইউনিয়নের মনাই পাড়া বৌদ্ধ বিহার ও থানচি সদরে উষামং পাড়া বৌদ্ধ বিহারে চারশত দুঃস্থ ও শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র তুলে দেন প্রধান অতিথি (গুরুভন্তে) প্রধান শিষ্য ভদ্দন্ত উঃ উপঞ্ঞা তিলক মহাথের। এবং আগামী ২দিনের তিন্দু ও রেমাক্রী ইউনিয়নের দুইশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উঃ সুমনাচারা পঞ্ঞা থের, উঃ আমাতা পঞ্ঞা থের, উঃ বিরোচনা পঞ্ঞা থের, উঃ ঘোসিতা পঞ্ঞা থের, উঃ চান্দাঞা পঞ্ঞা থের প্রমুখ। এছাড়াও বিশিষ্ট সংগীত শিল্পী ও গুরুভন্তে স্নেহের ভাই চথুইফ্রু মারমা, অবুসাং মারমা, চসামং মারমা ও মংথোয়াইম্যা মারমা (রনি)’সহ দায়ক-দায়িকাবৃন্দ উপস্থিত ছিলেন।