মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
Homeবান্দরবানথানচিথানচিতে উৎপাদন ও বিপণন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

থানচিতে উৎপাদন ও বিপণন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

।। থানচি প্রতিনিধি।। 

বান্দরবানের থানচিতে “ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট সদস্য উদ্যোত্তাদের উৎপাদন, বিপণন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় অধিদপ্তরে অফিস সহকারী প্রধান মো: ইমরান হোসেনের সঞ্চালনায় ও মহিলা বিষয়ক অধিদপ্তর বান্দরবান জেলা উপ- পরিচালক সুপন চাকমা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মামুন।

এছাড়াও যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মোহাম্মদ মোজাহিদ, ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো, মুইশৈথুই মারমা রনি, ভাগ্য চন্দ্র ত্রিপুরা,জিয়াঅং মারমা, এনজিও সংস্থা আরসা কো- অর্ডিনেটর ফাহিম মোহাম্মদ মজুমদার উপস্থিত ছিলেন।

কর্মশালায় মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নের “ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি)” (২য় পর্যায়, ১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ৪০ জন উপকারভোগী ও সংশ্লিষ্ঠরা স্বতস্ফুর্ত অংশ নেন।

বক্তরা জানান, “ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি)” পাইলট প্রকল্পের সময় সিমা আগামি অক্টোবরের সমাপ্তি ঘটবে। পাইলট প্রকল্পের বাস্তবায়নের সফলতা পেয়েছে। বান্দরবানে খানচি উপজেলার এখন ও হত দরিদ্র দু: স্ত পরিবার আর ও অনেক রয়েছে প্রকল্পটি ফের অনুমোদনের দাবী জানানো হয়েছে।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: