থানচিতে আস্থার দিপ্তী, তারুণ্যের শক্তি প্রচারাভিযান অনুষ্ঠিত

0
2

।।থানচি প্রতিনিধি।।

তৃণমূল্যের যুবাদের নেতৃত্ব বিকাশে লক্ষ্যে উদ্যোগী পরিশ্রমি নর-নারী শিক্ষিত যুবাদের সামাজিক শৃংঙ্খলা ফিরিয়ে আনতে নেতৃত্ব বিকাশ ঘটানো লক্ষ্যে বান্দরবানের থানচি উপজেলা থানচিতে আস্থার দিপ্তী, তারুণ্যের শক্তি প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১২ মার্চ বিকাল ৪ টা ছাংদাক পাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গনের স্থানীয় এনজিও সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) পরিচালনায় উপজেলা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্লাটফর্ম, আস্থা প্রকল্পের  আয়োজনের স্থানীয় মারমা ভাষা নাটিকা, নৃত্য পরিবেশন,বিভিন্ন পাহাড়ে ঐতিহ্যবাহী খেলা ধুলা বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

দাতা সংস্থা সুইজারল্যান্ড সরকারের অর্থায়নের স্থানীয় এনজিও সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন ( গ্রাউস) মাঠ কর্মকর্তা মংথোয়াইসিং মারমা সভাপতিত্ব করেন ।

অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি ও ইয়ুথ গ্রুপের পরামর্শক মংবোওয়াংচিং মারমা অনুপম  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা ইয়ুথ গ্রুপের পরামর্শক এনজিও কর্মী চিংথোয়াইপ্রু মারমা,গ্রাউস এর ৪ উপজেলার  প্রশিক্ষণ কর্মকর্তা অন্তরা তঞ্চঙ্গ্যা, ছাংদাক পাড়া গ্রামে মুরুব্বি পাইমংথুই মারমা, মংসিংথোয়াই মারমা,সহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রচারাভিযানের ছাংদাক পাড়া গ্রামে শতাধিক নর- নারী ইয়ুথ গ্রুপের কর্মীরা অংশ গ্রহন করেন।

বক্তারা বলেন, শিক্ষিত যুবসমাজ পারবে এ সব অপরিবর্তীত সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল ও অহিংসা সমাজ গঠনে যুবদের সম্পৃক্ত করতে। সরকারী বেসরকারী সংস্থা তাদের আস্তা অর্জনে লক্ষ্যে যুবদের ঐক্যবদ্ধ করতে ইতিমধ্যে সারা দেশে শুরু হয়েছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

উন্নয়ন সংস্থা গ্রাউজ’র আস্থা প্রকল্পের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল ও অহিংসা সমাজ গঠনে যুবদের সম্পৃক্ত করা। একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে যুবদের সাথে বয়স্কদের মেলবন্ধন তৈরির মধ্যে যুব নেতৃত্বের বিকাশ ঘটানো। জাতীয় যুবনীতির আলোকে তৃণমূল পর্যায়ে বিভিন্ন প্রান্তিক যুবগোষ্ঠীর নারী-পুরুষদের সমাজ ও দেশের উন্নয়নে সম্পৃক্ত করণের উদ্যোগ সৃষ্টি করা। জাতীয় যুব নীতিমালা-২০১৭ এর সাথে সম্পৃক্ততা রেখে উপস্থিত অতিথিদের মতামতের ভিক্তিতে উপজেলা ইয়ুথ গ্রুপ ফোরাম সম্পুর্ন অরাজনৈতিক সংগঠন ৩০ জন সদস্য গত দেড় বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here