থাইল্যান্ড সামান থানাসারা ভান্তে মং রাজবাড়ী আগমনে শ্রদ্ধায় নিবেদন করেন কুমার সুইচিংপ্রু সাইন

0
29

অংগ্য মারমা, মানিকছড়ি:

খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলায় ঐতিহ্যবাহী মং রাজবাড়ী ও রাজ জেতবন বৌদ্ধ বিহারে পরিদর্শন করেন থাইল্যান্ড ধাম্মাকায়া ফাউন্ডেশন ভান্তে সামান থানাসারা ভান্তে ।

তিনি সোমবার সকাল সাড়ে নয়টা তিনতহরী স্মৃতিধাম আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র পরিদর্শন শেষে রামগড় উপজেলার ধর্মচক্র অরণ্য কুটির ভান্তে মহামিত্র ও ভান্তে সফরসঙ্গী থাইল্যান্ড নাগরিক ফটোগ্রাফার একাইচাই নিয়ে মানিকছড়ি উপজেলায় ঐতিহ্যবাহী মং রাজবাড়ী ও রাজ জেতবন বৌদ্ধ বিহার আগমনের বন্দনা চিত্তের শ্রদ্ধায় নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন। এসময় অন্যান্য মধ্যে শ্রদ্ধায় নিবেদন করেন, মানিকছড়ি উপজেলায় বিএনপি আহ্বায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক মংসাপ্রু চৌধুরীসহ সিপাহি পাড়া ক্ষুদের শিশুরা।

এসময় আরোও উপস্থিত ছিলেন, মানিকছড়ি কর্ণৈল বাগানে ব্যবস্থাপক বাদল কান্তি সেন, ক্যজাই চৌধুরী, রাজপাড়া নিবাসী লাব্রেঅং মেম্বার। পরে দুপুরে আগত থাইল্যান্ড বৌদ্ধ ভান্তেদের ফল, মিষ্টান্ন, ছোয়াইং ও চীবর দান করেন, বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর দ্বিতীয় দৌহিত্র কুমার সুইচিংপ্রু সাইন পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here