ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার ১২তম দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

0
14

রুমাবার্তা ডেক্স।।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ (টিএসএফ) চট্টগ্রাম মহানগর শাখার ১২তম দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। “গুণগত শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা, জাতীয় ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বদ্ধপরিকর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রাঙামাটি পওর বিভাগের কাপ্তাই অঞ্চলের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার তয়ন কুমার ত্রিপুরা।

প্রধান অতিথি বলেন, “দেশ ও সমাজের কল্যাণে কাজ করার মধ্যেই প্রকৃত স্বার্থকতা নিহিত। জাতির উন্নয়নে নেতৃত্বদানের জন্য ছাত্র ও যুব সমাজকে ত্যাগ, স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিতে পরিচালিত হতে হবে।”

বিশেষ অতিথিদের বক্তব্য:
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বিদ্যুৎ শংকর ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সূর্য্য ব্রত ত্রিপুরা, সাবেক সহ-সাধারণ সম্পাদক বিনোদন ত্রিপুরা, খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সাবেক অর্থ সম্পাদক বসুন্ধরা ত্রিপুরা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাগর ত্রিপুরা, যুগ্ম সাধারণ সম্পাদক টিটু ত্রিপুরা, চট্টগ্রাম মহানগর ত্রিপুরা কল্যাণ ফোরামের সাধারণ সম্পাদক রকি ত্রিপুরা, এবং চট্টগ্রামস্থ ত্রিপুরা শ্রমিক সংসদের সভাপতি উপা মোহন ত্রিপুরা।

কাউন্সিল ও নতুন কমিটি ঘোষণা:
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়। বিদায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন শাখা কাউন্সিল সম্পন্ন কমিটির আহ্বায়ক ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক টিটু ত্রিপুরা।

নতুন কমিটির সভাপতি হিসেবে ধন রঞ্জন ত্রিপুরা, সাধারণ সম্পাদক হিসেবে জীবন ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক হিসেবে জুহেস ত্রিপুরা এবং ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে সঞ্জিতা ত্রিপুরাকে মনোনীত করে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাগর ত্রিপুরা।

নবীন বরণ ও সমাপনী পর্ব:
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন প্রমিতা ত্রিপুরা এবং প্রধান অতিথির হাত থেকে মানপত্র গ্রহণ করেন নবীন শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে রায়সা ত্রিপুরা ও টুবাস ত্রিপুরা।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয় এবং শান্তির প্রতীক হিসেবে পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here