ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের মাটিরাঙ্গা উপজেলা ও কলেজ শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

0
34

দহেন বিকাশ ত্রিপুরা।।খাগড়াছড়ি।।

ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ) মাটিরাঙ্গা উপজেলা শাখার ১৬তম ও মাটিরাঙ্গা কলেজ শাখার ১৪তম দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ‘জল পাহাড় মিলনায়তনে’ এ সম্মেলন শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা। গেস্ট অব অনার ছিলেন পরিষদের আরেক সদস্য জয়া ত্রিপুরা। উদ্বোধক ছিলেন টিএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি কীর্তি ভূষণ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাবেক সাধারণ সম্পাদক নারায়ণ ত্রিপুরা, সাবেক সাংগঠনিক সম্পাদক সুনী ত্রিপুরা, টিএসএফ মাটিরাঙ্গা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক তপ্ত মোহন ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক যতিনবন্ধু ত্রিপুরা।

এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, “জাতির উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ, জাতি ও সমাজের জন্য কাজ করতে হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য লক্ষ্য স্থির রাখতে হবে এবং স্বপ্ন দেখতে হবে।”

প্রথম অধিবেশন শেষে টিএসএফ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং শাখা কাউন্সিল সম্পন্ন কমিটির সদস্য সচিব আশিক রঞ্জন ত্রিপুরা ২০২৫-২৬ কার্যমেয়াদে নতুন কমিটি ঘোষণা করেন এবং নবনির্বাচিত কমিটির শপথ পাঠ করান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাগর ত্রিপুরা।

সর্বসম্মতিক্রমে (২০২৫-২০২৬) মাটিরাঙ্গা উপজেলা শাখা কমিটিতে সভাপতি পদে দিগেন ত্রিপুরা, সাধারণ সম্পাদক পদে কানুরায় ত্রিপুরা এবং সাংগঠনিক সম্পাদক পদে দিপায়ন ত্রিপুরা এবং মাটিরাঙ্গা কলেজ শাখায় সভাপতি পদে অনিতা ত্রিপুরা, সাধারণ সম্পাদক পদে জয়বাবু ত্রিপুরা এবং সাংগঠনিক সম্পাদক পদে পিংকি ত্রিপুরাসহ দুই শাখার কমিটি মোট ৩৪ সদস্য বিশিষ্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here