
মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি:
পার্বত্য ভিক্ষু সংঘের মহামান্য ৪র্থ সংঘরাজ ভদন্ত তিলোকানন্দ মহাথেরো এর তিন দিনব্যাপি অন্তেষ্টিক্রিয়া মহতি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সকালে জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালনা কমিটির আয়োজনে, মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে প্রথম দিনে জাতীয় পতাকা ও বৌদ্ধ ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়।
এসময় চাকমা সার্কেল চীফ রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় অনুষ্ঠানের উদ্ভোদক হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ভোদন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিশেষ পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান।
অনুষ্ঠানের প্রথমভাগে ভদন্ত তিলোকানন্দ মহাথেরো জীবনীগ্রন্থে মোড়ক উন্মোচন করা হয়।
