রাজস্হলী ( রাঙামাটি) প্রতিনিধি:
তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন অগ্নিদগ্ধ রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার রাজস্থলী বাজারের ব্যবসায়ী দীপংকর দাশ (৪০)।
গত শনিবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি রাজস্থলী উপজেলার মহব্বত পাড়া গ্রামের মৃত অমল দাশের পুত্র।
নিহতের বড় ভাই শংকর দাশ জানান, গত শুক্রবার রাত সাড়ে আটটায় রাজস্থলী বাজারে তাঁর নিজস্ব চায়ের দোকানের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে তাঁর ভাই আগুনে দগ্ধ হন।
সূত্রে জানা গেছে, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে প্রথমে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে পাঠান । সেখানেও দায়িত্বরত চিকিৎসকরা তাঁর অবস্থা আশংকাজনক হওয়ায় চমেক হাসপাতালে পাঠান। সেখানেও তার অবস্থা খুবই আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে ভর্তি করার পর তিন দিন চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে মৃত্যু হয় দীপংকরের।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান এবং বৃদ্ধ মা রেখে যান। তাঁর মৃত্যুকে এলাকায় বইছে শোকের ছায়া।
নিহতের বড় ভাই শংকর দাশ বলেন, রবিবার ধর্মীয় কাজ সম্পদান শেষে তাঁকে পারিবারিক শশ্মানে দাহ করা হয়েছে।
ক্যাপসন ও ছবি, রাজস্থলীতে আগুনে পুড়ে নিহত দীপংকর দাশ এর ফাইল ছবি