
মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
আগামী ১০ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাঘাইছড়িতে প্রস্তুতি সভা করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল উপজেলা ও পৌর শাখা।
বুধবার (৭মে) বিকাল সাড়ে ৫ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয়তাবাদী যুব দল বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখার উদ্যােগে সবাইকে একত্রিত হয়ে কাজ করার উদ্দেশ্যে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় পৌর যুব দলের সদস্য সচিব ওমর ফারুক এর সঞ্চালনালয় ও পৌর যুব দলের আহবায়ক নিজাম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা যুবদলের সহসভাপতি ও বাঘাইছড়ি উপজেলা যুবদলের আহবায়ক আবদুল সবুর, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ নাজিম উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল মোস্তফা, বাঘাইছড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল মাবুদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জীবন সরকার,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু জাহেদ, জেলা যুবদলের সদস্য মো আহসান হাবিব, জেলা যুবদলের সদস্য মোঃ জসিম উদ্দিন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।