ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দ্রুত করার দাবি

0
7

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

রাঙ্গামাটি বাঘাইছড়িতে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঘাইছড়ি উপজেলা, পৌর ও কাচালং সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০ ঘটিকায় কাচালং সরকারি ডিগ্রি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেইট প্রাঙ্গণে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় নেতাকর্মীবৃন্দ কালো ব্যাজ ধারণ করে করেন।

উক্ত আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সরোয়ার গাজী’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন কাচালং সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ নুর কবির।

এসময় বিক্ষোভ সমাবেশে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: হুমায়ন রশিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুরুল ইসলাম জিন্নাত,বাঘাইছড়ি পৌর ছাত্রদলের আহ্বায়ক ইউনুছ মানিক,পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা সহ বাঘাইছড়ি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মী ও সদস্যবৃন্দ।

উক্ত বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা অংশ নিয়ে ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় বিচার দাবি করেন।

এছাড়াও নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে তুখোড় ছাত্রদল নেতা ও শিক্ষার্থী সাম্যকে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। বিশ্ববিদ্যালয় এলাকায় এরকম হত্যাকাণ্ডের দায় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ততায় এমন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগসহ দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here