টানা বৃষ্টিতে থানচিতে অভ্যন্তরীণ রাস্তাগুলো পানিতে তলিয়ে চলাচলের বিঘ্নিত

0
34

রেমবো ত্রিপুরা।।থানচি প্রতিনিধি।।

চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে বান্দরবানের থানচিতে অভ্যন্তরীণ পাড়া রাস্তাগুলো পানিতে তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলের বিঘ্নিত সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে মধ্যে এই উপজেলায় বিভিন্ন অভ্যন্তরীণ পাড়া রাস্তাগুলো পানিতে তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলের উপর বিঘ্নিত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিপাতের কারণে বলিপাড়া ইউনিয়নের নিম্নাঞ্চল বিভিন্ন অভ্যন্তরীণ পাড়া রাস্তাগুলো সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়ে সাধারণ মানুষের চলাচলের উপর বিঘ্নিত হতে শুরু করে।

বলিপাড়া ইউনিয়নের মেম্বার সজল কর্মকর্তা বলেন, এতদিন বৃষ্টিপাত হলেও গতরাতে ভারি বর্ষণের ফলে সাঙ্গু নদীর পানি বেড়ে বাগান পাড়া ও হিন্দু পাড়া ব্রিজটি ডুবে গেছে। একই সাথে থানচি বান্দরবান প্রধান সড়কে বাগান পাড়া অবস্থিত ব্রিজটিও পানিতে ডুবে গেছে। যদিও হাঁটু সমান পানি হওয়ায় কোন মতে এখনো চলাচল করতে পারছে।

বলিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জেয়াঅং মারমা বলেন, এখন পর্যন্ত বাড়িঘরে পানি প্রবেশ করেনি। তবে নিম্নাঞ্চল বাগান পাড়া, হিন্দু পাড়া রাস্তাঘাটে পানি উঠেছে, যার কারনে সাধারণ মানুষের চলাচলের সমস্যা হচ্ছে। যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, বন্যা আশঙ্কা রয়েছে।

এই নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, যে কোন দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবেলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here