জেলা বিএনপির আগমনে বাঘাইছড়িতে আনন্দ মিছিল

0
15

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

রাঙ্গামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ বাঘাইছড়িতে শুভ আগমন উপলক্ষে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় চৌমুহনী হতে র‍্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাঘাইছড়ি বিশ্রামাগারে গিয়ে শেষ হয়।

এসময় রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু এর সফর সঙ্গী হিসেবে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ, সদর পৌর বিএনপি সভাপতি এস এম সফিউল আজম, পৌর সাধারণ সম্পাদক অপু, জেলা সহ সভাপতি নাছির উদ্দীন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম।

এসময় জেলা নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি, ব্যানার ফেস্টুন হাতে নেতা-কর্মীদের বাঁধ ভাঙা উল্লাসে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে।

এসময়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হোসেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক যাবেদুল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিকেল সাড়ে ৩ ঘটিকায় মুসলিম ব্লক বাজারে আকষ্মিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপির নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here