
জেলা প্রতিনিধি।।বান্দরবান।।
বান্দরবানের থানচি উপজেলায় এক আদিবাসী খিয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
৬ মে ( মঙ্গলবার) বিকাল ২টায় বান্দরবানস্থ আদিবাসী ছাত্র সমাজ আয়োজনে উশৈহ্লা মার্মা সভাপতিত্বে বান্দরবান প্রেস ক্লাবের সামনে এই নির্মম ধর্ষণের ধর্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এসময় অংশ নেয় বাংলাদেশ খিয়াং কল্যাণ সংস্থা, বাংলাদেশ খিয়াং স্টুডেন্টস ইউনিয়ন, খিয়াং স্টুডেন্ট ফোরাম, বান্দরবানস্থ আদিবাসী ছাত্র সমাজ, উইমেন রিসোর্স নেটওয়ার্ক, সিএইচটি ওমেন নেটওয়ার্ক, উইমেন এক্টিভিষ্ট ফোরাম সহ দূর্বার নেটওয়ার্ক ও সুজন বান্দরবান।
বক্তব্যে উলিসিং মারমা জানান, পার্বত্য চট্টগ্রামের ধর্ষণ নতুন ঘটনা নয়। পাহাড়ে অনেক মা বোন ধর্ষিত হয়েছে কিন্তু স্বাধীনতা ৫৪ বছর পর ও এসব বিষয় নিয়ে রাষ্ট্র কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আগামী ২৪ ঘন্টার মধ্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্হা নেওয়া না হলে আমাদের আন্দোলন আরো বৃহত্তর হবে।
বক্তব্যে ফিলিপ খিয়াং বলেন, মা বোন হারানোর শোক মতো বেদনা দায়ক আর কিছুই নেই। ভিক্টিম চিংমা খিয়াংকে ৩ বাঙালি শ্রমিক ধর্ষণ ও নির্মমভাবে হত্যা করেছে। এমন অমানবিক কাজ করবে কেন তাদের কি মা বোন নাই? বক্তব্য তিনি আরো বলেন, যত দ্রুত সম্ভব প্রশাসনকে জোর দাবি জানায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় তাদেরকে মৃত্যুদন্ড দেওয়া হোক।
সমাবেশে বক্তারা বলেন, প্রত্যান্ত দূর্গম এলাকায় তিন সন্তান জননী চিংমা খিয়াং নিজ জুমে কাজ করার সময় ধর্ষণের পর হত্যা করা হয়েছে। কিন্তু প্রশাসন সেটি ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে। এই ঘটনায় প্রকৃত দোষীদের আইনে আওতায় এনে সঠিক বিচারের মুখোমুখি দাড় করাতে হবে। আগামী ৭২ ঘন্টার মধ্যে ধর্ষণকারীকে আইনে আওতায় না আনলে কঠোর আন্দোলনে কর্মসূচি ডাক দেয়া হুশিয়ারি দেন আদিবাসী ছাত্র সমাজের সংগঠনের নেতারা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা আরো বলেন, আমরা আর ধর্ষণ ও হত্যা চাইনা, আমরা চাই সুস্থ ও স্বাধীনভাবে বেঁচে থাকতে। ধর্ষনকারীরার দেশ ও সমাজের শত্রু আর তাদের ক্ষমা নাই । এসময় বক্তারা আরো বলেন, থানচি উপজেলায় এক খিয়াং নারীকে নির্মমভাবে হত্যা আমাদের আতংক বাড়িয়ে দেয়, আর আমরা এই আতংক নিয়ে বসবাস করতে চাই না। এসময় বক্তারা দ্রুত খিয়াং নারীকে হত্যার রহস্য ও এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।
এসময় বক্তব্যে রাখেন দূর্বার নেটওয়ার্ক ও সুজন বান্দরবান জেলার সভাপতি ডনাই প্রু নেলী, মানবাধিকার কর্মী লেলুং খুমী, আইনজীবী উম্যা সিং মারমা, মানবাধিকার কর্মী অংচমং মারমা, নারী যোগাযোগ কেন্দ্রের আহবায়ক পারমিতা চাকমা, নারী নেত্রী য়ইসা প্রু মারমা, সাংমা প্রু খিয়াং, পাইং উ মারমা সহ বিভিন্ন নারী সংগঠন ও আদিবাসী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য,থানচি উপজেলার তিন্দু ইউনিয়নে ৮নং ওয়ার্ড এলাকায় চিংমা খিয়াং (২৯) নামে এক আদিবাসী খিয়াং নারী গণধর্ষণের পর তাকে হত্যা করা হয়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে নিয়ে আসা হয়।